হোম > অপরাধ > ঢাকা

ডেমরায় অপহৃত কিশোরী কুমিল্লায় উদ্ধার, গ্রেপ্তার টিকটকার কারাগারে

শ্যামপুর–কদমতলী (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ১৫ বছর বয়সী ১০ম শ্রেণির এক ছাত্রীকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণকারী টিকটকার ইয়াছিন আরাফাত তন্ময়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার দেবিদ্বার থানা এলাকা থেকে তন্ময়কে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে তন্ময়কে আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে অপহৃতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ। 

এ বিষয়ে অপহৃতের মা ২ মার্চ রাতে ডেমরা থানায় মামলা করেন। আসামি তন্ময় কুমিল্লার দেবিদ্বার থানার সুবিল গ্রামের স্বপন মিয়ার ছেলে। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, অপহৃত ছাত্রীর সঙ্গে তন্ময়ের পরিচয় হয় ৭/৮ মাস আগে। টিকটকের মাধ্যমে পরিচয় হয় তাদের। একপর্যায়ে তন্ময় মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হওয়ায় তন্ময় তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি পরিবার জানলে মেয়েটির মা মোবাইল ফোনে তন্ময়কে উত্ত্যক্ত করতে নিষেধ করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে ওই কিশোরী ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার বাসার নিচে দোকানে কিছু কিনতে গেলে তন্ময় পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করেন বলে অভিযোগ করেছে পরিবার।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫