দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে শিশু (১৪) ধর্ষণ মামলার পাঁচ আসামিকে আটক করেছে দোহার থানার পুলিশ। গত বুধবার তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন মুজিবর (২৫), ফারুক (২৬), রাজিব (২২), মামুন (২০) ও সুবহান (৩০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে দোহার থানার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের থানায় উত্তর শিমুলিয়া গ্রামে শিশু ধর্ষণের অভিযোগে নারী ও শিশু ধর্ষণ আইনে একটি মামলা (মামলা নম্বর ৬) করা হয়। এ মামলায় এর আগে একজনকে আটক করা হয়। এরপর গতকাল বুধবার আমরা দোহারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করি। এ নিয়ে এই মামলায় আমরা মোট পাঁচজনকে আটক করেছি।’
উল্লেখ্য, গত ৯ মে দুপুর ১২টার দিকে শিশুটিকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই শিশুর পরিবার দোহার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে।