হোম > অপরাধ > ঢাকা

ঢাকায় সাড়ে তিন হাজার মাদক কারবারি, গডফাদার রয়েছে শতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকায় পৃষ্ঠপোষকসহ সাড়ে তিন হাজার মাদক কারবারি রয়েছেন। তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ীদের মধ্যে গডফাদার রয়েছেন শতাধিক। এই তালিকা ধরে ধরে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

আজ শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফজলুর রহমান এসব কথা জানান। 

অতিরিক্ত এই পরিচালক বলেন, মাদকদ্রব্য আইনে নিজ পজিশনে মাদক না থাকলে কাউকে গ্রেপ্তার করা যায় না। তাই আমরা চাইলেও তাদের গ্রেপ্তার করতে পারছি না। তবে এই ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হয়েছে। সুযোগ পেলেই গ্রেপ্তার করা হবে। 

ফজলুর রহমান বলেন, এদিকে আগে যাঁরা ইয়াবার কারবার করতেন, তাঁরাই আবার মিয়ানমার থেকে ভয়ানক মাদক আইস নিয়ে আসছেন। আর এই কারবারের সঙ্গে জড়িত হচ্ছেন বিদেশফেরত উচ্চশিক্ষিতরা। গতকাল রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল, রমনা এলাকা থেকে আইসসহ পাঁচজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জাকারিয়া আহমেদ, তারেক আহমেদ, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম ও জসিম উদ্দিন। 

ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত, বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা