Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

শরীয়তপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দাউদ খান (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে নিজ বাড়ি থেকে দাউদ খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দাউদ খান মুন্সিকান্দি গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে। পাঁচ বছর আগের একটি হত্যা মামলার আসামি ছিলেন তিনি। দাউদ খান হত্যাকাণ্ডে তাঁর প্রতিবেশী মুজাম্মেল মাদবরকে (৪৫) আটক করেছে পুলিশ। মুজাম্মেল মাদবর মৃত নূর ইসলাম মাদবরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  দাউদ খান একসময় প্রবাসে ছিলেন। এখন দেশের বাড়িতেই থাকতেন এবং কৃষিকাজ করতেন। তাঁর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ঢাকায় থেকে লেখাপড়া করেন। গতকাল শুক্রবার বিকেলে দাউদ খানের স্ত্রী ছোট মেয়েকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান। দাউদ খান বাড়িতে একা ছিলেন। রাত ১০টা পর্যন্ত তাঁকে বাড়ির কাছে শিকদার মার্কেটে আড্ডা দিতে দেখেছেন স্থানীয়রা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মুখে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করে ঘরের দরজার সামনে ফেলে রেখে যায়। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানার দুই কিলোমিটারের মধ্যে গভীর রাতে দাউদ খান নামে এক হত্যা মামলার আসামিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সকাল ৭টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন