রাজধানীর দক্ষিণখানে এক যুবকের মাথাবিহীন দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আশিয়ান সিটি মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে আশিয়ান সিটির মাঠে এক যুবকের মাথাবিহীন দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের কোমরের অংশ, দুই হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে পোড়া দাগের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে ওই যুবককে হত্যার পর পুড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল।
ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে।