হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন, আহত ৩

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মান্নান ওরফে মান্দু (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাঁরা হলেন—মান্দুর মেয়ে হামিদা, ছেলে মিরাজ ও ভাতিজা রাজা মিয়া। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ সকালে ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ও ইউপি সদস্য সালামসহ স্থানীয়রা নিহত মান্দুর শ্যালক আবেদ আলীর বিক্রি করা জমির সীমানা নির্ধারণ করে দেয়। পরে তাঁরা চলে যাওয়ার পর মান্দু তাঁর জমিতে সীমানা পিলার বসাতে গেলে আবেদ আলীর কাছ থেকে ক্রয়কৃত জমির মালিক একই এলাকার মৃত নুরালের ছেলে শামীমসহ ছয়-সাত জন বাধা দেয়। পরে মান্দুর সঙ্গে শামীমের কথাকাটাকাটির একপর্যয়ে শামীম লোহার রড দিয়ে মান্দুর মাথায় আঘাত করেন। এ সময় মান্দুর মেয়ে ও ছেলে এগিয়ে এলে তাঁদেরও মারপিট করেন শামীম। পরে স্থানীয়রা এগিয়ে এসে শামীমসহ তাঁর দলবল পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মান্দুকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত