হোম > অপরাধ > ঢাকা

অপহরণ মামলায় জেল থেকে বেরিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

অপহরণ মামলায় জেল থেকে বেরিয়ে এবার ইয়াবাসহ ধরা পড়লেন এক যুবক। রাজধানীর উত্তরখানে মো. বেলাল হোসেন (৩২) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

উত্তরখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখানের জিয়াবাগ এলাকা থেকে বুধবার (৯ আগস্ট) দিবাগত রাতে ইয়াবাসহ বেলাল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মো. নুরুল আমিনের ছেলে। বর্তমানে উত্তরখানের মৈনারটেক স্কুল এলাকার মৃত আরিফ মিয়ার বাড়িতে থাকেন। তিনি একটি পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরখানের জিয়াবাগ এলাকায় বেলাল হোসেনকে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়। পরে তাঁর প্যান্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁরই বাসায় অভিযান চালিয়ে আরও সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’ 

এ ঘটনায় উত্তরখান থানায় বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই জহির। 

থানা-পুলিশ জানায়, কয়েক মাস আগে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে বেলালসহ তাঁর সহযোগী হজরত আলী রানা ওরফে অটো রানা, মিতুসহ কয়েকজনকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা-পুলিশ। ওই মামলায় বেলাল সম্প্রতি জামিনে মুক্ত হন।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত