হোম > অপরাধ > ঢাকা

স্কুলশিক্ষিকার গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩ বন্ধু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলশিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইলে ধারণের পর প্রচারের ভয় দেখিয়ে চাঁদার দাবি ও কু-প্রস্তাব দেওয়ায় তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের নাজমুল হোসেন, রমজান আলী ও ইসমাইল মো. সাইফুল ইসলাম। 
 
ভুক্তভোগী স্কুলশিক্ষিকা বলেন, ‘গত ২২ আগস্ট স্কুল শেষ করে নিজ বাড়িতে গোসলখানায় ঢুকে গোসল করছিলাম। এ সময় গোসলখানার টিনের ছিদ্র দিয়ে নাজমুল হোসেন আমার গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরে ওই ভিডিও নাজমুল তাঁর বন্ধু সাইফুল ইসলাম ও রমজান আলীর মোবাইলে পাঠিয়ে দেন। ঘটনার পর সাইফুল ও রমজান ভিডিওটি আমার মোবাইলে পাঠিয়ে দিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে তাঁরা আমাকে কুপ্রস্তাব দিতে থাকেন।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘ওই বখাটে তিন যুবকের মধ্যে দুজনের মোবাইল জব্দ করা হয়েছে। মোবাইল থেকে বেশ কিছু মেয়ের নগ্ন ছবি পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে ওই সব মেয়ের সঙ্গে একই প্রতারণা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তাঁরা।’ 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ওই স্কুলশিক্ষিকার লিখিত অভিযোগের ভিত্তিতে ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ওই স্কুলশিক্ষিকা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের করেছেন। পরে আসামিদের জেলহাজতে পাঠানো হয়। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত