হোম > অপরাধ > ঢাকা

ফগলাইটের চুক্তি করে সার্চলাইট সরবরাহ, জামিন পেলেন না ওমর আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফগলাইটের পরিবর্তে সার্চলাইট সরবরাহ করে ৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেলেন না মেসার্স জনি করপোরেশনের ওমর আলী।

বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ আজ মঙ্গলবার তাঁর জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। 

জানা যায়, ফগলাইটের পরিবর্তে সার্চলাইট সরবরাহ করে ৫ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ৫ জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ওমর আলী ছাড়াও বিআইডব্লিউটিসির ক্যাপ্টেন শওকত সরদার, ডা. জ্ঞান রঞ্জন শীল, পঙ্কজ কুমর পাল, নুরুল হুদা, ইঞ্জিনিয়ার মো. রহমত উল্লাহ ও ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিনকে আসামি করা হয়। 

ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন ওমর আলী। তবে তা নাকচ করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ করলে গত ১২ এপ্রিল তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন ওমর আলী। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকির। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন শাহীন আহমেদ। 

শাহীন বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সঙ্গে মেসার্স জনি করপোরেশনের চুক্তি ছিল ফগলাইট সরবরাহের। কিন্তু তারা প্রতারণা করে সার্চলাইট সরবরাহ করে। যার ফলে ওই মামলা করে দুদক।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির