হোম > অপরাধ > ঢাকা

সেই টিভি সংবাদ পাঠিকার বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটি বেসরকারি টিভির সংবাদ পাঠিকার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন সংগীতশিল্পী স্বামী। আজ রোববার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে মামলা করেন তিনি। 

খিলগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে এ মামলা করা হয়েছে। 
 
মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৬ নভেম্বর ওই সংগীতশিল্পীর সঙ্গে ওই নারীর পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। ওই নারী একজন চিকিৎসকও। ২০১৭ সালের ৬ আগস্ট তাঁদের ঘরে জন্ম নেয় এক কন্যাসন্তান। বিয়ের পর বেশ সুখে শান্তিতেই সংসার চলছিল। হঠাৎ তাঁর স্ত্রীর চিকিৎসা পেশা ছেড়ে সংবাদ পাঠিকা পেশায় যোগ দেন। এরপর থেকে সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন। সম্প্রতি স্বামীকে ৫০ লাখ টাকা যৌতুক দিতে বলেন তিনি। 

অভিযোগে আরও বলা হয়, সবশেষ গত ৪ নভেম্বর ওই নারী স্বামীকে বলেন, ৫০ লাখ টাকা যৌতুক হিসেবে ব্যাংক ডিপোজিট না করলে বৈবাহিক সম্পর্ক রাখবেন না। একই সঙ্গে মামলা করে বাদীকে হেনস্তা করবেন বলেও ভয়ভীতি দেখান। 

উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই নারী। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে গত ৪ নভেম্বর গুলশান থানায় তিনি ওই মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন শাকিল। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হলে শাকিল গর্ভপাত ঘটান এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। 

তবে সাংবাদিক শাকিলের দাবি, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে করছে ষড়যন্ত্রমূলক এ মামলা হয়েছে। তিনি পরবর্তীতে হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছেন। 

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে