হোম > অপরাধ > ঢাকা

টঙ্গিবাড়ীতে শিশু হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দুই বছরের শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে উপস্থিত হন।

এ সময় তাঁদের শান্ত করতে তাৎক্ষণিক সেখানে ছুটে আসেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি মো. নাহিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাসেদুজ্জামান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান। বিক্ষোভকারীদের ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শান্ত হয়ে বাড়ি ফিরে যান বিক্ষোভকারীরা।

নিহত শিশুর বাবা নূর আলম বলেন, ‘আমার কাছ থেকে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ চাইছিল। টাকা দিতে না পারায় তারা আমার মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে।’

টঙ্গিবাড়ী থানা ওসি মো. রাজিব খান বলেন, ‘আমরা সঠিকভাবে তদন্ত করতেছি। দুজন আসামিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ড আবেদন করেছি।’

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সকালে শিশু ফাতেমা আক্তার নিখোঁজ হয়। পরবর্তী সময় অপহরণের কথা বলে শিশুটির পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ আলী নূর ও মোক্তার হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। ১১ ফেব্রুয়ারি সকালে নিখোঁজের ১৫ দিন পর ফাতেমার হাতের কবজি ও পায়ের পাতাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন