হোম > অপরাধ > ঢাকা

ফতুল্লায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় মামুন হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নূর নবী (২১) নামে আরও একজন। আজ সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইসদাইর রেললাইন এলাকায় একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। 

এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হামলাকারীরা। আহত নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত মামুন ইসদাইর বুড়ির দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে। আহত নূর নবী ফতুল্লার টাগারপার এলাকার মান্নান মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্থানীয় নূরনবীর গ্রুপ সাইফুল, পায়েল ও জয়ের ওপর হামলা চালান। হামলার পরে সন্ধ্যায় নূর নবী ও মামুন একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময় সাইফুল, পায়েল ও জয়ের গ্রুপ এসে পাল্টা হামলা করে। মারামারির একপর্যায়ে উভয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। 

নিহত মামুনের বোন জামাতা হাসান বলেন, ‘মামুন দেড় বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে ঝামেলায় যেত না। বর্তমানে বিভিন্ন দোকানে বিস্কুট ও চানাচুর সরবরাহের কাজ করত। ঘটনার সময় পূর্ব পরিচিত হিসেবে নূর নবীর সঙ্গে বসে চা খাচ্ছিল। এ সময় হামলাকারীরা এসে মামুনকে ছুরিকাঘাতে হত্যা করে।’ 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ হোসেন বলেন, ‘ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে যাচাই বাছাই চলছে। প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।’ 

ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ‘জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে।’ 

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের গাড়ি ভাঙচুর, গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ

অবৈধ সম্পদ: জি কে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে মামলার রায় ৩০ জানুয়ারি

অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা বৃদ্ধার

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জ, যা জানালেন ছোট ভাই

সেকশন