Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল ও হাজারীবাগ এলাকায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। 

ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন আব্দুর রাজ্জাক লিটন (৫২) ও লিপি রহমান (৪০)। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

মেহেদী হাসান আজকের পত্রিকাকে জানান, ডিএনসির ঢাকা উত্তর মেট্রোর কাছে গোয়েন্দা তথ্য আসে একটি আন্তজেলা মাদক কারবারি চক্র দীর্ঘদিন পাইকারি ও খুচরা মাদক সরবরাহ করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা থেকে একটি চালান ঢাকায় এনে সরবরাহ করবে, এমন তথ্যে ঢাকা মেট্রো উত্তরের একটি দল মতিঝিল ও হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে ১৩ হাজার ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী টেকনাফ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এ ছাড়া চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি