Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

নগরকান্দায় চোরাই মোবাইল ফোন বিক্রয় চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দায় চোরাই মোবাইল ফোন বিক্রয় চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় মোবাইল ফোন চুরি করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয় চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরকান্দা থানা এলাকার কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রি করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরি করে ওই দোকানে আনা হয়। পরে দোকানে ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে পরে তা বিক্রি করে দেয়। গোপনে সংবাদ পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরকান্দা থানার উপপরিদর্শক সেলিম মোল্লা ও সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম ফোর্সসহ দোকানটিতে অভিযান চালান। এ সময় দোকানে ল্যাপটপ ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ চলা অবস্থায় ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোন ফোন, তিনটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন সফটওয়্যার ডিভাইস উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন রামনগর ইউনিয়নের উত্তর গুপীনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।

ওসি জানান, আসামিরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে শুক্রবার রাতে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘আইএমইআই নম্বর পরিবর্তনের ফলে প্রযুক্তির মাধ্যমে আমাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সমস্যা হয়।’

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১