মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার পলাতক আসামি জাবেদ খান (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাবেদ খান উপজেলার নাজিরপাড়া গ্রামের আব্বাস খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জাবেদ খান মহাসড়কে যানজট বাঁধলে যাত্রীদের মালামাল ছিনতাই করে। এ ছাড়া তাঁর নামে মির্জাপুর থানায় ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গতকাল শনিবার কারখানার শ্রমিকেরা ঢাকামুখী হলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় জাবেদ খান একাধিক গাড়ির যাত্রীদের মালামাল ছিনতাই করে। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
মির্জাপুর থানার ওসি শেখ রেজাউল হক বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।