হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জেল থেকে মুক্তি পেয়েই সাবেক ছাত্রদল নেতা জাকিরের শোডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নেতা-কর্মী নিয়ে শোডাউন করছেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় তাঁর আত্মীয়-স্বজন ও নেতা-কর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নেন। মুক্ত হয়েই বিএনপির পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে হাজারো নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুরো নারায়ণগঞ্জ শহরে শোডাউন দেন।

কারামুক্তির বিষয়ে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে আজ মুক্তি দেওয়া হয়।

জাকির খানের আইনজীবী রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২ টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। বহু আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলায় সাজা হয়েছিল। সেই মামলায় আজ সাজা শেষ করে তিনি মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব-১১ এর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি আলোচিত বিএনপি নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি