হোম > অপরাধ > ঢাকা

ভাঙ্গায় বসতঘরে ১৭৩০০ ইয়াবা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বসতঘর থেকে ১৭ হাজার ৩০০টি ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার সোনাখোলা গ্রামে ওই দম্পতির বসতবাড়িতে এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার দম্পতি হলেন ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের আব্দুল মাতুব্বর (৫২) ও তাঁর স্ত্রী হেনা বেগম (৪১)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন। তিনি বলেন, ‘দম্পতিকে গ্রেপ্তার করা গেলেও তাঁদের ছেলে সজীব মাতুব্বর (২৭) আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।’ 

শামীম হোসেন আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ এক দম্পতিকে আটক করা হয়।’

দম্পতির ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করেন। এরপর নিজ বাড়িতে রেখে মা-বাবার সহযোগিতায় ইয়াবার কারবারি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানান শামীম হোসেন। 

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেছেন।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত