একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা ২০১৬ সাল থেকে পলাতক ছিলেন। কখনো তাবলিগ, কখনো দূরের স্বজনদের বাড়িতে থেকেছেন তাঁরা। অন্যের নামে নিবন্ধিত সিম কার্ড ব্যবহার করেছেন। নাম পরিবর্তনসহ বিভিন্ন কোশলে তাঁরা আত্মগোপন ছিলেন।
গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর মুগদার উত্তর মান্ডা থেকে আব্দুল ওয়াহেদ মন্ডলকে র্যাব-৩ এবং মো. জাছিজার রহমান খোকাকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব-২। আজ শুক্রবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আব্দুর রউফ নামে এক ব্যক্তি ২০০৯ সালে গাইবান্ধার নিম্ন আদালতে আব্দুল ওয়াহেদ ও জাছিজার রহমান খোকাসহ পাঁচজনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। পরবর্তীতে ২০১৪ সালে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বিচার শেষে ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচজন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়।
র্যাব জানায়, মামলার রায় হওয়ার পর পলাতক অবস্থায় দুই আসামি আব্দুর জব্বার এবং রঞ্জু মিয়া মারা যান। সাত বছর পর র্যাব এই দুজনকে গ্রেপ্তার করল। তবে এখনো মোন্তাজ আলী নামে একজন পলাতক রয়েছেন।