Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ

অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বালন করতে গেলে তাঁর ওপর অতর্কিত হামলা হয় বলে জানা গেছে। 

আজ রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান।

তিনি বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে রোকেয়া প্রাচীর ওপর হামলার ঘটনা জানা যায়। ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীরা সেখানে ছিল বলে জানতে পেরেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী রোকেয়া প্রাচী ধানমন্ডি ৩২ নম্বরে যান। এ সময় আরও ৭০–৮০ জন সংস্কৃতিকর্মী তাঁর সঙ্গে যোগ দেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের আয়োজন চলাকালে ৩০–৩৫ জন যুবক সেখানে উপস্থিত হয়। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা সবাইকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাঁকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। পরে সহশিল্পীরা তাঁকে ধরে বাইরে নিয়ে যান। 

শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আজ বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এর নেতৃত্ব দেন অভিনেত্রী ও মহিলা আওয়ামী লীগের নেত্রী রোকেয়া প্রাচী। 

বুধবার সন্ধ্যার পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বালন করা হয়। ছবি: সংগৃহীতএ নিয়ে ফেসবুকে লাইভ করা হয়। সেখানে রোকেয়া প্রাচী বলেন, ‘আমরা সবাই এখানে আজ একত্রিত হয়েছি। কারণ, বাংলাদেশ পুড়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি। কারণ, আমাদের ১৯৭১ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি। কারণ, আমাদের বঙ্গবন্ধু ছবি পুড়েছে, ধানমন্ডি ৩২ পুড়েছে ৷ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।’ 

তিনি বলেন, ‘আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই ৩২ যখন পুড়েছে, তখন আমাদের মনে হয়েছে, আমরা পুড়েছি। আমরা ধানমন্ডি ৩২–এ দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।’ 

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় এবং বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক