Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে শিশুকে ২ দিন আটকে রেখে ধর্ষণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জে শিশুকে ২ দিন আটকে রেখে ধর্ষণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১২ বছরের এক শিশুকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে দিয়েছেন। গতকাল শনিবার উপজেলার কোমরগঞ্জ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে এ তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার এসআই ফারজানা আক্তার। 

গ্রেপ্তারকৃত মো. জনি (৩০) ওই গ্রামের হাশেম মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। তিনি মৃত নুরুল ইসলাম ওরফে হাকিম চৌধুরীর ছেলে। 

শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই ফারজানা জানান, শিশুটি গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার ভোরে শিশুটিকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় তাদের বাড়ির সামনে ফেলে যায় জনি। 

পরিবারের লোকজন মেয়ের মুখে জানতে পারে, জনি তাদের মেয়েকে অপহরণ করে তার ঘরে দুই দিন আটকে রেখে হাত-পা বেঁধে ও মুখে টেপ লাগিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। ঘটনার বিস্তারিত জানতে পেরে তারা এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা জনিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

এসআই ফারজানা বলেন, ‘আমি ভুক্তভোগী শিশুটির সঙ্গে কথা বলছি। এ ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির বড় ভাই বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। মামলায় জনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’ 

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৫

মেট্রোরেলের মতিঝিল স্টেশনে ২৫ হাজার কানাডিয়ান ডলার হারানোর অভিযোগ

ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

ঝুট ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ ইপিজেডে দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি

সাবেক গভর্নর আতিউর, অর্থনীতিবিদ বারকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা