Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

মাদারীপুরে বিদ্যালয়ের ল্যাবের ১২টি ল্যাপটপ চুরি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিদ্যালয়ের ল্যাবের ১২টি ল্যাপটপ চুরি

মাদারীপুরের কালকিনির একটি বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সমিতিরহাট এলাকার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের ডিজিটাল ল্যাবে ল্যাপটপগুলো ছিল। ল্যাবের তালা দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে স্টিলের আলমারির মধ্যে চাবি রাখা ছিল। এর পাশের রুমে নৈশ প্রহরী আ. মান্নান রাতে ঘুমিয়েছিলেন। সোমবার দিবাগত রাতে প্রথমে চোর ল্যাপটপ রাখার রুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে ১২টি ল্যাপটপ নিয়ে যায়।

বিদ্যালয়ে চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত যেন চোর শনাক্ত করে আমাদের ল্যাপটপ উদ্ধার করে দেয়।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। আমরা চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি।’ 

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন