হোম > অপরাধ > ঢাকা

মাদারীপুরে বিদ্যালয়ের ল্যাবের ১২টি ল্যাপটপ চুরি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির একটি বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সমিতিরহাট এলাকার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের ডিজিটাল ল্যাবে ল্যাপটপগুলো ছিল। ল্যাবের তালা দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে স্টিলের আলমারির মধ্যে চাবি রাখা ছিল। এর পাশের রুমে নৈশ প্রহরী আ. মান্নান রাতে ঘুমিয়েছিলেন। সোমবার দিবাগত রাতে প্রথমে চোর ল্যাপটপ রাখার রুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে ১২টি ল্যাপটপ নিয়ে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল হক বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত যেন চোর শনাক্ত করে আমাদের ল্যাপটপ উদ্ধার করে দেয়।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ল্যাপটপ চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। আমরা চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছি।’ 

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫