Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

মাজার এলাকা থেকে হেরোইনসহ কারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাজার এলাকা থেকে হেরোইনসহ কারবারি গ্রেপ্তার 

রাজধানীর শাহবাগ থানার জরিপ শাহ্‌র মাজার এলাকা থেকে হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহানুর ইসলাম।

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার বিকেলে শাহানুরকে গ্রেপ্তার করা হয়। 
 
এডিসি তৌহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে রাজশাহীর গোদাগাড়ী থেকে একটি হেরোইনের চালান রাজধানীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানার শেখ হাসিনা বার্ন ইউনিটের পূর্ব গেটের জরিপ শাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক কারবারি শাহানুর ইসলামকে আটক করা হয়। 

এডিসি তৌহিদুল ইসলাম আরও জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিল শাহানুর। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুই প্যাকেট হেরোইন পাওয়া যায়, যার পরিমাণ প্রায় ২২০ গ্রাম। 

গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসি’র অতিরিক্ত উপকমিশনার বলেন, শাহানুর ইসলাম দীর্ঘদিন দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানী, নারায়ণগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন হাসান গ্রেপ্তার

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

২০ ভবঘুরে নিয়ে সাবেক এমপির ভবনে উঠলেন ‘সমন্বয়ক’

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭