ঢাকা : অর্থ পাচারকারীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ।
আজ মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুদকের চেয়ারম্যান বলেন, অর্থ পাচার নিয়ে দুদক কাজ করে না। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এটি নিয়ে কাজ করে।
মঈনউদ্দীন আব্দুল্লাহ বলেন, অর্থ পাচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কয়েকটি সংস্থায় চিঠি দেওয়া হয়েছে, কিন্তু চিঠিগুলোর কোনো উত্তর আসেনি।
এর আগে দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারও এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছিলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, দুই কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক। সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আহমদ ফয়েজ।