Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

অর্থ পাচারের তথ্য চেয়েও পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচারের তথ্য চেয়েও পাওয়া যাচ্ছে না

ঢাকা : অর্থ পাচারকারীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুদকের চেয়ারম্যান বলেন, অর্থ পাচার নিয়ে দুদক কাজ করে না। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এটি নিয়ে কাজ করে।

মঈনউদ্দীন আব্দুল্লাহ বলেন, অর্থ পাচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কয়েকটি সংস্থায় চিঠি দেওয়া হয়েছে, কিন্তু চিঠিগুলোর কোনো উত্তর আসেনি।

এর আগে দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারও এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছিলেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, দুই কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক। সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আহমদ ফয়েজ।

রামপুরায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী মারা গেছেন

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

রাতে ধর্ষণবিরোধী মঞ্চের মশাল মিছিল, ট্রাইব্যুনাল গঠনসহ পাঁচ দফা দাবি

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে