Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

বিজ্ঞাপন দিয়ে ডিলার নিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিজ্ঞাপন দিয়ে ডিলার নিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

রাজধানীর বিভিন্ন এলাকায় চাকচিক্যপূর্ণ অফিস। অফিসের ঠিকানা ব্যবহার করে ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে পত্রিকায় ডিলার ও এরিয়া ম্যানেজার নিয়োগের বিজ্ঞাপন দিয়ে পাতা হতো ফাঁদ। প্রতারণা করে হাতিয়ে নেওয়া হতো লাখ লাখ টাকা। 

সম্প্রতি রাজধানীর পল্লবী থানায় এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার বিকেলে প্রতারক চক্রের মূল হোতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। 

আজ রোববার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বিভাগটির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ। 

গ্রেপ্তাররা হলেন—চক্রের মূল হোতা মো. কবির হোসেন ওরফে আশরাফুল ওরফে রাসেল (৪০), মো. মামুন হোসেন ওরফে বেলাল ওরফে কামরুল (৪০), আবু হাসান ওরফে জামিল হোসেন (২৫) ও আবদুল্লাহ আল রাব্বী ওরফে রেদওয়ান (২৪)। 

এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত প্রতিষ্ঠানের নাম, সিল, প্যাড, বিজ্ঞাপন কপিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

এডিসি মো. সাইফুর রহমান আজাদ জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া নামে বিভিন্ন ভোগ্য পণ্য বিপণন প্রতিষ্ঠানের নাম দিয়ে পত্রিকায় ডিলার ও এরিয়া ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে আসছিল। এই সকল বিজ্ঞাপন দেখে আগ্রহীরা যোগাযোগ করলে তাঁদের কাছ থেকে ২ লাখ থেকে ৫ টাকা লাখ জামানত নেওয়া হতো। এভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে অফিস গুটিয়ে গাঁ ঢাকা দিত। কয়েক দিন পর আবারও ঠিকানা বদলে ভিন্ন নামে একইভাবে বিজ্ঞাপন দিত চক্রটি। একই চক্রের হাতে প্রতারণার শিকার এক ভুক্তভোগী পত্রিকায় আবারও বিজ্ঞাপন দেখে যোগযোগ করে বুঝতে পারে একই চক্র ভিন্ন নামে প্রতারণা করছে। পরে তিনি পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তাঁর মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। 

পত্রিকার বিজ্ঞাপন দেখে বিশ্বাস না করার পরামর্শ দিয়ে এই কর্মকর্তা বলেন, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার আগে তাঁদের সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। ডিলার কিংবা চাকরি নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। 

প্রতারণায় ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়। ছবি: সংগৃহীত উল্লেখ্য, চক্রের মূল হোতা কবির বরিশালের কাজীরহাট থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকায় এসে ওষুধ ও ভোগ্যপণ্য বিপণন কর্মী হিসেবে কাজ শুরু করেন। মার্কেটিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত সময়ে বিত্তশালী হতে শুরু করেন প্রতারণা। তাঁর আসল নাম কবির হলেও তিনি অন্তত পাঁচটি ছদ্মনাম ব্যবহার করতেন। বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে ডিলার, এরিয়া ম্যানেজার নিয়োগের জন্য পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করতেন। 

কবিরের মূল সহযোগী ছিল তাঁর স্কুল জীবনের বন্ধু মো. মামুন হোসেন। মামুনের বিদেশে লোক পাঠানোর অভিজ্ঞতা ছিল। সেটিকে কাজে লাগিয়ে আগ্রহী ব্যক্তিদের প্রলুব্ধ করতেন তিনি। কবিরের প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার হিসেবে মো. আবু হাসান ও এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে আবদুল্লাহ আল রাব্বী কাজ করতেন। হাসান ও রাব্বী সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করার সময়ে বহিষ্কার হন।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে