হোম > অপরাধ > ঢাকা

জাজিরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেলের ধাক্কায় ভানু বেগম (৬৩) নামে এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে জাজিরা ইউনিয়নের জব্বার আলী আকনকান্দি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জব্বার আলী আকনকান্দি গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুর জজকোর্টের উকিল আমির হোসেনের মা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জব্বার আলী আকনকান্দি বাজারে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল ভানু বেগমকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধা রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ভানু বেগমকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, আহত ভানু বেগমকে হাসপাতালে আনার আগেই মারা যান। 

জাজিরা থানা সূত্রে জানা গেছে, ঘাতক মোটরসাইকেলের চালককে শনাক্ত করা সম্ভব হয়েছে। জাজিরা পৌরসভার সাবেক কমিশনার গনি হাওলাদারের ছেলে নিরব হাওলাদার (২১) তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছিল। 

নিহতের ছেলে অ্যাডভোকেট আমির হোসেন বলেন, গনি হাওলাদারের ছেলে প্রায় সব সময়ই এ রকম বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়। আজ আমার মাকে মেরে ফেলল। হয়তো কাল অন্য কাউকে মেরে ফেলবে। আমি অবিলম্বে তাঁর বিচার চাই। যাতে আর কেউ এভাবে না মারা যায়। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমরা ঘটনার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছি। একটি মামলা রুজু করা হয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, জাজিরা ইউনিয়নসহ জাজিরার চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি। এরই মধ্যে জাজিরা ইউনিয়নের আশপাশের এলাকা বিশেষ করে পৌরসভা থেকে অনেক মোটরসাইকেলের আগমন লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত