গোপালগঞ্জে ইলেকট্রিক শক দিয়ে নদীতে মাছ শিকারের অপরাধে আট জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে সদর উপজেলার বশারতের খালে এ অভিযান চালায় গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অবৈধভাবে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার কারণে আট জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের নৌকা থেকে শক দেওয়ার কাজে ব্যবহৃত চারটি বড় ব্যাটারি, চারটি শক লাইট, জালসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে এক জেলেকে ১০ দিন ও বাকি সাত জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান রিগান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইয়্যেদুল ইসলাম ভূঁইয়া, মেরিন ফিশারিজ অফিসার মো. মফিজুল ইসলাম প্রমুখ।