হোম > অপরাধ > ঢাকা

সদ্য বিবাহিত কিশোরীকে ছুরিকাঘাত করে কিশোরের বিষপান

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় স্কুলপড়ুয়া এক কিশোরীকে (১৬) ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই বিষপান করেছে কিশোর।

আজ সোমবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতকারী কিশোর এলাকার এক মালয়েশিয়াপ্রবাসীর ছেলে। তারা দুজনই স্থানীয় উচ্চবিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ে। 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিনের পরিচিত। স্কুলেই প্রেমের সম্পর্ক হয়। গত শুক্রবার (১ এপ্রিল) কিশোরীর সঙ্গে হাসনাবাদ গ্রামের প্রবাসী এক যুবকের বিয়ে দেয় তার পরিবার। আজ দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা ওই কিশোর ও তার সঙ্গীরা কিশোরীর পথরোধ করে। 

এ সময় কিশোর তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কিশোরীর মুখে, মাথায় ছুরিকাঘাত করতে থাকে কিশোর। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর কিশোর বিষপান করে কিশোরীর গায়ের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকে। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। 

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর বলেন, ‘বিষপানের কথা শুনে আমি বাড়ি থেকে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ওই মেয়েকে নাকি ছুরিকাঘাত করে তারপর বিষপান করেছে ওই কিশোর। তবে তাদের দুজনের মধ্যে প্রেম বা এই ধরনের কোনো কিছু ছিল কি না, এ বিষয়ে নিশ্চিত নই আমি।’ 

জানা গেছে, আহত কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আর কিশোর নরসিংদী সদর হাসপাতালেই চিকিৎসাধীন। 

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন বলেন, ‘দুজনের মধ্যে প্রেম ছিল বলে স্থানীয়ভাবে জেনেছি। দুজনেরই চিকিৎসা চলছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।’ 

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জুলাই গণ-অভ্যুত্থান: আহতদের কনসালট্যান্সিতে ব্যয় ২৫ কোটি টাকা

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

পিলখানা হত্যাকাণ্ড: কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা

‘১৬ বছর পর ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে’

২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

সেকশন