Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

শরীয়তপুরের গোসাইরহাটে স্বামীর ওপর অভিমান করে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এর আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে। 

মৃত শারমিন আক্তার গোসাইরহাটের নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের সোহেল মাঝির স্ত্রী এবং একই এলাকার মোবারক হাওলাদারের মেয়ে। 

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সোহেলের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান গৃহবধূ শারমিন। গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে অভিমান করে শারমিন পাশের ঘরে গিয়ে বিষপান করেন। কিছুক্ষণ পর সোহেল স্ত্রীকে বিছানায় না দেখে খুঁজতে যান। এ সময় পাশের ঘরে স্ত্রীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে সোহেল চিৎকার করতে থাকেন। 

চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শারমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতের স্বামী সোহেল মাঝি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রীর সঙ্গে তর্কবিতর্ক হয়। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই বিষপান করে শারমিন আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে গোসাইরহাট থানার এসআই শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে