Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

মতিঝিলে রাসেল হত্যার ঘাতক বন্ধু শাকিল আটক

নিজস্ব প্রতিবেদক

মতিঝিলে রাসেল হত্যার ঘাতক বন্ধু শাকিল আটক

ঢাকা: রাজধানীর মতিঝিলের প্রেস কর্মচারী রাসেল হত্যার মূল হোতা বন্ধু শাকিলকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক  খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব বলছে, রাতভর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময়  শাকিলের কাছে থেকে রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাকিলের সঙ্গে কথা কাটাকাটি হয় রাসেলের। এক পর্যায়ে শাকিল তাকে ছুরিকাঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। রাত সোয়া ৯টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বন্ধু হৃদয় বলেন, রাসেল ও ঘাতক শাকিল একই প্রেসে কাজ করতেন। সন্ধ্যার পরে দুজনের মধ্যে আরামবাগের স্কুলের সামনে কথা কাটাকাটি হয়। পরে শাকিল কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু