ঢাকা: রাজধানীর মতিঝিলের প্রেস কর্মচারী রাসেল হত্যার মূল হোতা বন্ধু শাকিলকে আটক করেছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব বলছে, রাতভর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময় শাকিলের কাছে থেকে রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাকিলের সঙ্গে কথা কাটাকাটি হয় রাসেলের। এক পর্যায়ে শাকিল তাকে ছুরিকাঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। রাত সোয়া ৯টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বন্ধু হৃদয় বলেন, রাসেল ও ঘাতক শাকিল একই প্রেসে কাজ করতেন। সন্ধ্যার পরে দুজনের মধ্যে আরামবাগের স্কুলের সামনে কথা কাটাকাটি হয়। পরে শাকিল কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।