Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

নবাবগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ হাশিম শেখ (৬৫) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে নিজের ঘাসের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হাশিম ওই গ্রামের মৃত তজুমদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির অদূরে হাশিম শেখের ঘাসের জমি ছিল। প্রায় দিনই জমি থেকে ঘাস চুরি হতো। আজ ভোরে জমিতে ঘাস কাটতে যান তিনি। সকালে স্থানীয়রা তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে খবর পেয়ে লাশের সুরতহাল শেষে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাশেম শেখের ছেলে আরিফ জানান, তাঁর বাবার সঙ্গে আগে কারও বিরোধ ছিল না। তাঁরা হত্যাকারীদের খুঁজে বের করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের ক্লু উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন