হোম > অপরাধ > ঢাকা

চাচাতো ভাইয়ের সঙ্গে বেরিয়ে নিখোঁজ, পরদিন ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন (৩৫) নামের প্রবাস ফেরত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই সুজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আল আমিন উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আল আমিন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আল আমিনকে তাঁর চাচাতো ভাই সুজন (৩৪) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তাঁরা কেউ বাড়িতে আসেনি। রাতে দুজনের মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। আজ শুক্রবার সকালে সুজন বাড়ি একা ফিরে আসেন। এ সময় সুজনকে আল আমিনের কথা জিজ্ঞেস করলে তিনি অসংলগ্ন উত্তর দেয়। এতে তাঁর কথায় সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

পরে সোনারগাঁও থানা-পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য সুজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সুজনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আল আমিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির