হোম > অপরাধ > ঢাকা

এনজিও-ফ্ল্যাটে ডাকাতি, মাদ্রাসায় ঢুকে মালামাল লুটের পর ফেরত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বেসরকারি সংস্থা (এনজিও) ও দুটি ফ্ল্যাট বাড়িতে ডাকাতি হয়েছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তবে একই সময় এক মাদ্রাসায় ডাকাতি করতে ঢুকে পরবর্তী সময় ওই মাদ্রাসার মালামাল ফিরিয়ে দেয় ডাকাতেরা। 

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদরের সেন্ট্রাল হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ডাকাতির বিষয়ে আশা এনজিওর শাখা ম্যানেজার শফিকুল কবির বলেন, ‘রাত ৩টার দিকে মুখোশ পরা কয়েক ব্যক্তি দরজা ভেঙে অফিসে ঢুকে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১৫৩ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।’ 

আরেক ভুক্তভোগী আবুল কালাম বলেন, ‘আমার ফ্ল্যাটে ডাকাতেরা ঢুকে প্রায় ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই ভবনের ওপরের তালার বাসিন্দা আশরাফ আলীর ঘরে ঢুকে ২০ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার এবং মোবাইল পোন ছিনিয়ে নেয়।’ 

আবুল কালাম আরও বলেন, ‘ডাকাতেরা আমাদের বাড়ির পাশে থাকা একটি নারী মাদ্রাসায় প্রবেশ করে। সেখানে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নেওয়ার পর কোনো কারণে সেগুলো ফিরিয়ে দিয়ে পালিয়ে যায়।’ 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।’ 

মাদ্রাসায় ঢুকে তাদের মালামাল ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এমনটা আমাদের সদস্যরাও জানতে পেরেছে ঘটনাস্থল থেকে। তবে এটা পরিষ্কার যে ডাকাত দল দূর থেকে এসেছে। তারা আশপাশের নয়।’

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত