হোম > অপরাধ > ঢাকা

আড়াইহাজার পৌর নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ায় মারধরের অভিযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক মেয়র হাবিবুর রহমানের পক্ষে ভোট দেওয়ায় তিন ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। 

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান হাবিবুর রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরে তাঁকে শান্ত করে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়, গোপন কক্ষে ঢুকে ইভিএম মেশিনে জগ প্রতীকে ভোট দেন ওই তিনজন। এতে ক্ষুব্ধ হয়ে শরীফ ও তাঁর সহযোগীরা কেন্দ্রের বাইরে তাঁদের মারধর করেন। আহত অবস্থায় তাঁদের গাউছিয়া এলাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলায় আহত রয়েল বিশ্বাসের (২৭) মা মমতা রানী বিশ্বাস ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই চিৎকার করতে থাকেন। তিনি বলেন, ‘আমার পোলায় জগ মার্কায় ক্যান ভোট দিল, নৌকায় কিল্লিগা দিল না এই জন্য শরীফে আমার পোলারে মারছে। আমরা যারে মনে চায় তারে ভোট দিম। অয় মারার কে? আমার পোলারে কিল্লিগা মারল আমি বিচার চাই।’

এ বিষয়ে সেখানে উপস্থিত একাধিক ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে সব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ ছিল। কিন্তু এখানে ছাত্রলীগের শরীফ আমার ভোটারদের মারধর করে কেন্দ্র দখল করছে। আমার ভোটাররা ভয়ে চলে গেছে। এভাবে ভোট চলতে পারে না। পুলিশের সামনেই মারধর করেছে শরীফ।’

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত