হোম > অপরাধ > ঢাকা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ যায় দিদারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহের কোমরকান্দি বাজারের মোটরসাইকেলের মেকানিক মামুনুর রশিদ ওরফে আশিক (১৮)। পেশায় মেকানিক আশিকের নেশা স্কুলছাত্রীদের রাস্তাঘাটে উত্ত্যক্ত করা। আশিকের কারণে ছাত্রীরা চলার পথে আতঙ্কিত থাকত। মেয়েদের সঙ্গে এমন অন্যায়ের প্রতিবাদ করে দিদারুল ইসলাম (১৬)। এই প্রতিবাদই কাল হলো দিদারের জন্য। নির্মমভাবে তাঁকে বাঁটাল দিয়ে হত্যা করেন আশিকের বড় ভাই আলী ওরফে বাবু বিশ্বাস (২১)। ছোট ভাইয়ের অন্যায় কাজে বাধা না দিয়ে প্রতিবাদকারী দিদারকে হত্যা করে পালিয়ে যান বাবু। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। 

মুক্তা ধর জানান, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহের কোমরকান্দি বাজারের মোটরসাইকেলের মেকানিক মামুনুর রশিদ ওরফে আশিক (১৮) নামে এক তরুণ রাস্তায় চলাচল করা স্কুলছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করত। মেয়েদের এমন হয়রানির বিষয়টি মানতে পারেনি খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভকেশনালে দশম শ্রেণিতে অধ্যয়নরত দিদারুল ইসলাম (১৬)। সে এলাকার সচেতন ব্যক্তিদের নিয়ে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করত। এরই ধারাবাহিকতায় আশিক মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আশিক ও দিদারের সঙ্গে শত্রুতা চলে আসে। এই শত্রুতার সূত্র ধরে সে তার ভাই আশিকের পক্ষ নিয়ে গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে প্রতিবাদী দিদারকে বাবুর মালিকানাধীন ‘বাবু ফার্নিচার’ নামের দোকানে ডেকে এনে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। 

সিআইডির এই বিশেষ পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর নিহতের পিতা আবুল হোসেন কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২১ ফেব্রুয়ারি ফেনী সদর থানার ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী ওরফে বাবু বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর বাবু নিজের দায় স্বীকার করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।  

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে

হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি

চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২