হোম > অপরাধ > ঢাকা

বসুন্ধরার এমডি সায়েম সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ নিষেধাজ্ঞা দেন। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে।

আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজই আদালতে আবেদন করে গুলশান থানা পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া গুলশানের একটি বাড়িতে ভাড়া ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলে তার বোন নুসরাত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখিত একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।

পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলাটির তদন্ত চলছে। বাদীর এজাহার যাচাই–বাছাই করা হচ্ছে। আসামি সায়েম সোবহানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি অত্যন্ত প্রভাবশালী এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। মামলার তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।

গত সোমবার ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর রোডের ১৯ নম্বর বাড়ির ৩/বি নম্বর ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সায়েম সোবহানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত