হোম > অপরাধ > ঢাকা

বিয়ে বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা, ৯ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিয়ে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মোহাম্মদ শরীফ মাতবর শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ড ঘটানোর পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৯ সালে আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. মোস্তাফিজুর রহমান জানান, ২০১৩ সালের এপ্রিলে স্থানীয় বিয়ে বাড়ির অনুষ্ঠানে শরীফ মাতবর ওরফে শরীফ পূর্ব শত্রুতার জেরে সামছুল হক নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার পর থেকেই শরীফ পলাতক ছিল। সে ছদ্মবেশে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। আবার মামলার বিচার শেষে আদালত ২০১৯ সালে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে শরীফ কামরাঙ্গীরচর থানা এলাকায় আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির