Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

বিয়ে বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা, ৯ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিয়ে বাড়িতে যুবককে কুপিয়ে হত্যা, ৯ বছর পর আসামি গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিয়ে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মোহাম্মদ শরীফ মাতবর শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ড ঘটানোর পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৯ সালে আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মো. মোস্তাফিজুর রহমান জানান, ২০১৩ সালের এপ্রিলে স্থানীয় বিয়ে বাড়ির অনুষ্ঠানে শরীফ মাতবর ওরফে শরীফ পূর্ব শত্রুতার জেরে সামছুল হক নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনার পর থেকেই শরীফ পলাতক ছিল। সে ছদ্মবেশে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে। আবার মামলার বিচার শেষে আদালত ২০১৯ সালে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে শরীফ কামরাঙ্গীরচর থানা এলাকায় আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন