Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ভুয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-তানভীর, সাজিদ আহমেদ রাসেল, আফসার হোসেন বাবু ও এনজেল স্যামুয়েল কস্তা। 

এ সময় তাদের কাছ থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের আগের তিনটি খাকি রঙের ডিবি লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, একটি চাকু, একটি চাপাতি, ৪টি বাটন মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। গতকাল বুধবার রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তারের বিষয়ে ওসি মো. হাফিজুর রহমান জানান, বুধবার মধ্যরাতে খবর আসে পূর্ব শেওড়াপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। পরে থানার কুইক রেসপন্স টিম (কিউআরটি) ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে তরুণের কিলঘুষি, ওসিসহ আহত ৩

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

দখলের সংক্রমণে জেরবার সংক্রামক ব্যাধি হাসপাতাল