মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ডুমুরিয়ার নাজের আলী ফকিরকে (৬৮) জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। আদালত বলেছেন, তাঁকে বাড়িতে থাকতে হবে এবং সাক্ষী ও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। এই মামলায় ১১ আসামির মধ্যে ৯ জন কারাগারে রয়েছেন। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, আটক, নির্যাতন ও অগ্নিসংযোগের চারটি অভিযোগ আনা হয়েছে।
আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, নাজের আলীকে ২০১৭ সালে গ্রেপ্তার করা হয়। চোখের সমস্যার কারণে কারা কর্তৃপক্ষ ২০১৮ সালে তাঁর চোখের অপারেশন করায়। তবে এখন তিনি অন্ধ হওয়ার পথে। তাই আদালত তাঁকে জামিন দিয়েছেন।