নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরবানির হাট থেকে বাঁধন ছিঁড়ে পালিয়ে আসা একটি মহিষ ধরতে গুলি ছোড়ে পুলিশ। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত (২৪) নামে এক যুবকের পেটে বিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শান্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাসিন্দা। গতকাল শুক্রবার নিজ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। তবে শান্ত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত মহিষটি ধরা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২৮ জুন স্থানীয় একটি কোরবানির হাটে বিক্রির জন্য নেওয়া হয় মহিষটি। একপর্যায়ে বাঁধন ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। এ সময় অন্তত দুজন আহত হন। মহিষের মালিক ও গ্রামবাসী মিলে ধরার চেষ্টা করে ব্যর্থ হb। গতকাল শুক্রবার সকালে দুপ্তারা এলাকায় মহিষটি বেপরোয়াভাবে ছোটাছুটি করলে আরও কয়েকজন আহত হন।
বিষয়টি থানা-পুলিশকে জানালে মহিষটি ধরার চেষ্টা শুরু করে পুলিশ। একপর্যায়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম তাঁর টহল দল নিয়ে মহিষটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি মহিষটি লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিষের পেছনে থাকা শান্তর পেটে লাগে।
বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি, ওই যুবক পুরোপুরি সুস্থ আছেন। মহিষটি আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকায় অবস্থান পরিবর্তন করছে। এটি ধরতে চিড়িয়াখানা থেকে চেতনানাশক গুলি আনা হচ্ছে। আশা করছি দ্রুতই ধরা যাবে।’