হোম > অপরাধ > ঢাকা

মহিষ থামাতে গুলি ছুড়ল পুলিশ, আহত হয়ে যুবক হাসপাতালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরবানির হাট থেকে বাঁধন ছিঁড়ে পালিয়ে আসা একটি মহিষ ধরতে গুলি ছোড়ে পুলিশ। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত (২৪) নামে এক যুবকের পেটে বিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

শান্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাসিন্দা। গতকাল শুক্রবার নিজ এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। তবে শান্ত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত মহিষটি ধরা সম্ভব হয়নি। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ২৮ জুন স্থানীয় একটি কোরবানির হাটে বিক্রির জন্য নেওয়া হয় মহিষটি। একপর্যায়ে বাঁধন ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। এ সময় অন্তত দুজন আহত হন। মহিষের মালিক ও গ্রামবাসী মিলে ধরার চেষ্টা করে ব্যর্থ হb। গতকাল শুক্রবার সকালে দুপ্তারা এলাকায় মহিষটি বেপরোয়াভাবে ছোটাছুটি করলে আরও কয়েকজন আহত হন। 

বিষয়টি থানা-পুলিশকে জানালে মহিষটি ধরার চেষ্টা শুরু করে পুলিশ। একপর্যায়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম তাঁর টহল দল নিয়ে মহিষটিকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি মহিষটি লক্ষ্য করে গুলি ছোড়েন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিষের পেছনে থাকা শান্তর পেটে লাগে। 

বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসকের মাধ্যমে জানতে পেরেছি, ওই যুবক পুরোপুরি সুস্থ আছেন। মহিষটি আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকায় অবস্থান পরিবর্তন করছে। এটি ধরতে চিড়িয়াখানা থেকে চেতনানাশক গুলি আনা হচ্ছে। আশা করছি দ্রুতই ধরা যাবে।’

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত