হোম > অপরাধ > ঢাকা

সাটুরিয়ায় হামলার শিকার কলেজ শিক্ষকের মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়ায় হামলার শিকার সেই কলেজ শিক্ষক শাহিনুর ইসলাম মারা গেছেন। এক মাস ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার সময় উপজেলার মালশী গ্রামের কলেজশিক্ষক শাহিনুর ইসলামের (৩০) ওপর হামলা হয়। এ সময় আব্দুর রহমানের বাড়ির পাশে ওত পেতে থাকা একই গ্রামের যুবক সাদ্দাম হোসেনসহ ৪ জন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়। শিক্ষকের চিৎকারে প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় আহত শিক্ষককে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। আজ দুপুরে সেখানেই তিনি মারা যান।

এ হামলার ঘটনায় শাহিনুর ইসলামের বড় ভাই আব্দুল মান্নান সাদ্দামসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার ৭ দিনের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর থেকে অভিযুক্ত মূল আসামি সাদ্দাম হোসেন ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত দুজনের জামিন মঞ্জুর করেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একটি টিম কাজ করছে।

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, কলেজ শিক্ষক হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত মূল আসামি সাদ্দাম হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত দুজনের জামিন মঞ্জুর করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা অব্যাহত রয়েছে।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত