Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

ডিবি পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ 

ঢাবি প্রতিনিধি

ডিবি পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ 

আশিকুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে মেস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে আজিমপুরের একটি মেস থেকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়। এমনটিই জানিয়েছেন আশিকুরের রুমমেট মো. মুহসিন। 

মুহসিন বলেন, ‘আমি আর আশিকুর একই মেসে থাকি। রাতে আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরিরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়।’ তিনি বলেন, ‘হিজবুত তাহরির সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নেই। কেন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাঁকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে।’

তবে ডিবির লালবাগ বিভাগের ডিসি রাজীব আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম এরকম কোনো অপারেশন করেনি।’

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় আমাদের কোনো অপারেশন করা হয়নি। আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমাদের প্রক্রিয়ায় আমরা বিষয়টা খোঁজ নিচ্ছি। রাষ্ট্রীয় কোনো কারণে যদি আমাদের শিক্ষার্থীকে তুলে নেওয়া হয় আর সে যদি নিরীহ হয়, তাহলে হয়রানির শিকার যেন হতে না হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ জানব।’

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন

অটোরিকশাচালকের হাত-পায়ের রগ কেটে হত্যা: মামলার পর মহাসড়ক ছাড়লেন বিক্ষোভকারীরা

মামা বাড়িতে ইফতারের দাওয়াত খেতে গিয়ে হামলায় যুবক নিহত

শাহজাদপুরে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত

দুদকের মামলায় আমানের আপিল শুনানি শেষ, রায় ৩০ এপ্রিল

শ্রীপুরে অটোরিকশাচালকের হাত-পায়ের রগ কেটে হত্যা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০, দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন দুই সহযোগীসহ গ্রেপ্তার

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার হামলা, আহত ৫