হোম > অপরাধ > ঢাকা

ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচের পর ছুরিকাঘাতে যুবককে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা শেষে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত যুবকের নাম মো. হাসান। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামের বাসিন্দা। সাভারে ভাড়া থেকে স্থানীয় একটি জুতা তৈরির কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার একটি দোকানে বেশ কিছু মানুষ মিলে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা দেখছিল। এ সময় ব্রাজিল হেরে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারামারি শুরু হলে এক ব্যক্তি হাসানকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, খেলাকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। এর বাইরে অন্য কোনো শত্রুতা বিষয় এখনো পাইনি। বিষয়টি তদন্ত করে জড়িত পাঁচজনের নাম-ঠিকানা পেয়েছি। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত।

উপপরিদর্শক আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের গাড়ি ভাঙচুর, গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ

অবৈধ সম্পদ: জি কে শামীম ও তাঁর মায়ের বিরুদ্ধে মামলার রায় ৩০ জানুয়ারি

অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা বৃদ্ধার

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জ, যা জানালেন ছোট ভাই

সেকশন