হোম > অপরাধ > ইউরোপ

৩০ বছর ধরে পলাতক ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা গ্রেপ্তার

প্রায় ৩০ বছর পলাতক থাকা ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা দেনারোকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সিসিলির রাজধানী পালেরমোর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। 

বিবিসির খবরে বলা হয়, ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ আসামির তালিকায় নাম আছে ম্যাতেও মেসিনা দেনারোর। ৩০ বছর ধরে ওই মাফিয়াকে ধরার চেষ্টা করছিল ইতালির পুলিশ। কিন্তু লোকটি আসলে দেখতে কেমন, তার কোনো নির্ভুল তথ্য তাদের হাতে ছিল না। 

ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেসিনা ক্যানসারে আক্রান্ত। কেমোথেরাপি নিতে ভুয়া নামে পালেরমোর ওই হাসপাতালে যেতেন তিনি। তাঁকে গ্রেপ্তার করতে যে অভিযান চালানো হয়, তাতে সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন। গ্রেপ্তারের পর মেসিনাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 

কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান মেসিনার বিরুদ্ধে অসংখ্য হত্যার অভিযোগ রয়েছে। হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ২০০২ সালে পলাতক অবস্থায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মেসিনা নিজেই একবার বলেছিলেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন, তাঁদের দিয়ে একটি কবরস্থান ভরিয়ে ফেলা যাবে। 

১৯৯২ সালে মাফিয়াবিরোধী দুজন সরকারি কৌঁসুলি, ১৯৯৩ সালে মিলান, রোম ও ফ্লোরেন্স শহরে প্রাণঘাতী বোমা হামলা এবং মাফিয়া থেকে রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী হওয়া এক ব্যক্তির ১১ বছরের ছেলেকে অপহরণ, নির্যাতন ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ইতালির আদালতে মেসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন