হোম > অপরাধ > ভারত

হাউজিং সোসাইটি থেকে বরখাস্ত, ডজনখানেক গাড়িতে অ্যাসিড ঢেলে প্রতিশোধ

একটি হাউজিং সোসাইটিতে গাড়ি ধোয়ার কাজ করতেন তিনি। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই তাঁকে বরখাস্ত করা হয়। চাকরি হারিয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) পুলিশ জানিয়েছে, চাকরি হারানোর প্রতিশোধ নিতে ডজনখানেক গাড়িতে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছেন তিনি। 

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়দা শহরে। পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগ অনুসারে, ২৫ বছর বয়সী ওই ব্যক্তি হাউজিং সোসাইটিতে ২০১৬ সাল থেকে কাজ করছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের দেওয়া তথ্যমতে, গত বুধবার শহরের একটি হাউজিং সোসাইটিতে অ্যাসিড ঢেলে গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। 

পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র সিংয়ের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রামরাজ নামে ওই যুবক হাউজিং সোসাইটিতে গাড়ি ধোয়ার চাকরি করতেন। তবে সোসাইটির কিছু লোক যারা তাঁকে চাকরি দিয়েছিলেন, তাঁরা কাজে সন্তুষ্ট ছিলেন না। এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়। এরপর গত বুধবার রামরাজ হাউজিং সোসাইটিতে প্রবেশ করে একে একে ডজনখানেক গাড়িতে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেন। 

পরে ক্ষতিগ্রস্তরা সিসিটিভি ফুটেজে দেখতে পান, এই কর্মকাণ্ডের পেছনে রয়েছেন রামরাজ। তবে জানাজানি হওয়ার আগেই তিনি চম্পট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে সকাল সোয়া ৯টার দিকে। 

এরপর সোসাইটির নিরাপত্তা কর্মকর্তা রামরাজের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন এবং তাঁকে ধরে আনেন। বিষয়টি ফ্ল্যাট মালিক সমিতি পর্যন্ত গড়ালে তাঁরা থানায় অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। 

পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র সিং বলেন, জিজ্ঞাসাবাদে রামরাজ বলেছেন, কেউ একজন তাঁকে অ্যাসিড দিয়েছে। তবে ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি। যদিও তাঁর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ করেছেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা