হোম > অপরাধ > ভারত

ভারতে লোহার ব্রিজের পর এবার চুরি গেল ৫০ মিটার মোবাইল টাওয়ার

ভারতের উত্তর প্রদেশে ৫০ মিটার (১৬৪ ফুট) উঁচু মোবাইল টাওয়ার চুরির ঘটনা ঘটেছে। কৌশাম্বী জেলার উজ্জয়নী গ্রামে ১০ টন ওজনের ওই মোবাইল টাওয়ার চুরি গেছে। গত বছর পার্শ্ববর্তী রাজ্য বিহারে ৬০ ফুট দৈর্ঘ্যের একটি লোহার ব্রিজ চুরি যাওয়ার ঘটনা ব্যাপক আলোচিত হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর এক টেকনিশিয়ান এই নিয়ে থানায় অভিযোগ করলে চুরির বিষয়টি সামনে আসে। মামলার এজাহার অনুসারে, মোবাইল টাওয়ারটি গত ৩১ মার্চ থেকেই পাওয়া যাচ্ছিল না। 

টেকনিশিয়ানের অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরির মামলা করে। মামলায় টাওয়ারের সঙ্গে একটি ছাউনি এবং বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কথা উল্লেখ করা হয়। চুরি যাওয়া প্রত্যেকটি বস্তুই মোবাইল টাওয়ারের অংশ। এগুলোর মোট মূল্য ৮ দশমিক ৫ লাখ রুপি (১১ লাখ ২৬ হাজার টাকা)।

অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দীপন ঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জমির মালিক ও স্থানীয়দের বক্তব্য রেকর্ড করে। 

টেকনিশিয়ান রাজেশ কুমার যাদব মামলার এজাহারে উল্লেখ করেন, গত জানুয়ারিতে তাঁর কোম্পানি উজ্জয়নী গ্রামের একটি মাঠে মোবাইল টাওয়ার স্থাপন করে। গত ৩১ মার্চ তিনি যখন পরিদর্শনে গিয়ে দেখেন অন্য সরঞ্জামাদিসহ সম্পূর্ণ টাওয়ার উধাও!

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার