Ajker Patrika
হোম > অপরাধ > ভারত

রাজ্য ডুবছে ঋণে, আমলাদের জন্য কেনা হলো বিলাসবহুল গাড়ি

অনলাইন ডেস্ক

রাজ্য ডুবছে ঋণে, আমলাদের জন্য কেনা হলো বিলাসবহুল গাড়ি

তেলেঙ্গানা: ঋণে জর্জরিত ভারতের তেলেঙ্গানা রাজ্য। করোনা মহামারি পরিস্থিতিতে ৪০ হাজার কোটি রুপির ঋণ থাকা সত্ত্বেও ৩২ জন অতিরিক্ত জেলা কালেক্টরকে বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর। প্রতিটি গাড়ির আনুমানিক বাজারমূল্য ২৫-৩০ লাখ রুপি। রাজ্যের বিরোধী দলের নেতারা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

আমলাদের খুশি করতে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছেন বলে অভিযোগ বিজেপির। বিজেপির মুখপাত্র কৃষ্ণা সাগর রাও মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন, ১১ কোটি রুপির বেশি অর্থ খরচ করে বিলাসবহুল গাড়ি কেনার এই সিদ্ধান্তকে কীভাবে তিনি যৌক্তিক প্রমাণ করবেন?

কৃষ্ণা সাগর রাও বলেন, ভয়াবহ করোনা পরিস্থিতিতে বিলাসবহুল গাড়ি কিনে প্রচুর অর্থের অপচয় করা হলো। এমনিতেই করোনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে মানুষজন ঋণে হিমশিম খাচ্ছে। এর মধ্যে বিলাসবহুল গাড়ি কেনার এই সিদ্ধান্ত ভয়ংকর বলা চলে। এটি কল্পনাতীত।

বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তিনি।

কংগ্রেস নেতা ডি শ্রাবণ কুমার এই সিদ্ধান্তকে ঔদ্ধত্যপূর্ণ বলেছেন। ডি শ্রাবণ কুমার বলেন, এমনিতেই রাজ্যকে ৪০ হাজার কোটি রুপির ঋণে ডুবিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। যাঁদের জন্য কেনা হয়েছে তাঁদের সরকারি গাড়িটি ভালো অবস্থায় থাকা সত্ত্বেও নতুন গাড়ি কেনা হলো।

উল্লেখ্য, করোনা মহামারিতে লকডাউনের কারণে রাজ্য সাড়ে ৪ হাজার কোটি রুপির রাজস্ব বঞ্চিত হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী হারিশ রাও।

তবে এত সমালোচনা হলেও নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রাজ্যের সব জেলায় ঘুরে বেড়াতে অ্যাডিশনাল কালেক্টরদের এমন গাড়িই চাই।

এর আগে জেলা কালেক্টরদের ২০১৫ সালে টয়োটা ফরচুনারস গাড়ি দেওয়া হয়েছিল। ওই সময় তেলেঙ্গানাতে ছিল মাত্র ১০টি জেলা।

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি