হোম > বিশ্ব > ভারত

ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইউক্রেনের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এক্স

ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস। ইউক্রেনীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে, মস্কো এমন দাবি করলেও ইচ্ছাকৃতভাবে তারা ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। যার ফলে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এ অভিযোগ করেছেন। তিনি জানান, রুশ হামলায় একটি বড় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে। তবে তিনি বলেছেন, এই হামলা মিসাইল নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।

এক্সের এক পোস্টে মার্টিন হ্যারিস বলেছেন, ‘আজ সকালে রুশ ড্রোন কিয়েভের একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখানে থাকা বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’

মার্টিন হ্যারিস একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে গুদাম বলে মনে হওয়া কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং পাশে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির