হোম > অপরাধ > ভারত

চাকরি ছেড়ে নতুন প্রতিষ্ঠান দেওয়ায় দুই সহকর্মীকে খুন

ভারতের বেঙ্গালুরুতে চাকরি ছেড়ে দিয়ে নতুন প্রতিষ্ঠান চালু করায় অফিসে ঢুকে এমডি ও সিইওকে কুপিয়ে খুন করেছেন সাবেক সহকর্মী ও তাঁর সহযোগীরা। গতকাল বুধবার রাজ্যের আমরুতাহাল্লিতে নৃশংস এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বেঙ্গালুরের উত্তর-পূর্বাঞ্চল পুলিশের ডেপুটি কমিশনার লক্ষ্মী প্রসাদ জানান, এয়ারোনিক্স ইন্টারনেট কোম্পানির এমডি ফণীন্দ্র সুব্রক্ষ্মণ্য ও সিইও ভিনু কুমারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। আর এই হত্যার অভিযোগ উঠেছে তাঁদের সাবেক সহকর্মী ও টিকটক স্টার জোকার ফেলিক্সের বিরুদ্ধে। তাঁর সঙ্গে থাকা অন্য দুই সন্দেহভাজনকে এখনো শনাক্ত করা যায়নি। 

সূত্র জানায়, ফণীন্দ্র ও ভিনু কুমার ইন্টারনেট সেবার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। সেখানে ফেলিক্স তাদের সিনিয়র সহকর্মী ছিলেন। এরপর চাকরিতে ইস্তফা দিয়ে তাঁরা ২০২২ সালের নভেম্বরে এয়ারোনিক্স কোম্পানি প্রতিষ্ঠা করেন। 

চাকরি ছেড়ে একই রকম প্রতিষ্ঠান চালু করায় ক্ষুব্ধ হন ফেলিক্স। ফেলিক্সের কোম্পানি ফণীন্দ্র ও ভিনু কুমারের কাছে গ্রাহক হারাচ্ছিল এবং লোকসানে পড়ছিল। এ কারণে তিনি সাবেক দুই সহকর্মীকে খুন করেন।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা