হোম > অপরাধ > ভারত

ভারতে বাড়ছে নারী নির্যাতন, দিনে গড়ে ধর্ষিত হন ৮৬ জন 

কলকাতা প্রতিনিধি

ভারত সরকারের তথ্য অনুযায়ী দেশে নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে। দেশটিতে প্রতিদিন ধর্ষণের শিকার হন অন্তত ৮৬ জন নারী। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) তাদের ২০২১ সালের জরিপ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে নারীদের বিরুদ্ধে অপরাধের হার ১৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

এনসিআরবির প্রতিবেদন অনুসারে, ভারতে ২০২১ সালে নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ২৭৮। এর মধ্যে ধর্ষণ সংক্রান্ত মামলার সংখ্যা ৩১ হাজার ৬৭৭টি। সেই হিসেবে ভারতে প্রতিদিন অন্তত ৮৬ জন নারী ধর্ষণের শিকার হন। এ ছাড়া, দেশটিতে প্রতি ঘণ্টায় নারীর বিরুদ্ধে অপরাধের জন্য ৪৯টি মামলা দায়ের করা হয়। 

ধর্ষণের ঘটনার ক্ষেত্রে এগিয়ে রাজস্থান। রাজ্যটিতে বিগত বছরে ধর্ষণের শিকার হয়েছেন ৬ হাজার ৩৩৭ জন। রাজস্থানের পরেই মধ্যপ্রদেশের অবস্থান। রাজ্যটিতে ২০২১ সালে ধর্ষণের শিকার হয়েছেন ২ হাজার ৯৪৭ জন। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মহারাষ্ট্রে গত বছর ধর্ষণের শিকার হয়েছেন ২ হাজার ৪৯৬ জন। এরপরের স্থান দুটি উত্তর প্রদেশ ও দিল্লির। রাজ্যটি দুটিতে গত বছরে ধর্ষণের শিকার হয়েছেন যথাক্রমে ২ হাজার ৮৪৫ এবং ১ হাজার ২৫০ জন। তবে ভারতীয় শহরগুলোর মধ্যে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হন দিল্লিতেই। আর সবচেয়ে নারীদের জন্য নিরাপদ শহর কলকাতা।

এদিকে, নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের ক্ষেত্রে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। প্রতি লাখ হিসাবে ভারতে নির্যাতিতার গড় ৬৪.৫। এই গড় অনুযায়ী গোটা দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আসামের। রাজ্যটিতে প্রতি লাখে গড়ে ১৬৮ দশমিক ৩ জন নারী নির্যাতিতা হন। এরপরই কেন্দ্রশাসিত দিল্লি এবং তারপরই ওডিশার অবস্থান।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির