Ajker Patrika
হোম > অপরাধ > ভারত

চেন্নাই বিমানবন্দরে ১০০ কোটি রুপির হেরোইন জব্দ

অনলাইন ডেস্ক

চেন্নাই বিমানবন্দরে ১০০ কোটি রুপির হেরোইন জব্দ

ঢাকা: চেন্নাই বিমানবন্দরে ১০০ কোটি রুপি মূল্যমানের ১৫ কেজি হেরোইন জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। কাস্টম অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তানজানিয়ার দুই নাগরিককের আটক করা হয়েছে।

কাস্টম কমিশনার রাজন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আফ্রিকা থেকে ভারতে মাদকের একটি চালান ঢুকছে এরকম সংবাদ তাদের কাছে আগে থেকেই ছিল। সে অনুযায়ী আজ শুক্রবার দুই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমান হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪৬ বছর বয়সী এক নারী এবং তার ৪৫ বছর বয়সী সহযোগীকে আটক করা হয়েছে।

প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। হেরোইনগুলো তাদের লাগেজে বিশেষ কায়দায় রাখা ছিল। হেরোইনের ঘ্রাণ গোপন করার জন্য ওপরে ছড়ানো ছিল মসলার গুঁড়া। কাস্টম নিকট অতীতে মাদকের এতোবড় চালান ধরেনি বলে জানান কাস্টম কমিশনার রাজন চৌধুরী।

ওই নারী বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভিসা নিয়েছিলেন। হাসপাতালই তার ভিসার ব্যবস্থা করে দেয়। বেঙ্গালুরুতে সরাসরি ফ্লাইট না পাওয়ার কারণে তারা চেন্নাইয়ে ট্রানজিট নিয়েছিলেন।

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র